থাইল্যান্ড একটু বেশিই সুন্দর
সমুদ্র সৈকত, সুসজ্জিত শপিংমল, বড় বড় রেস্তোরাঁ, পার্ক, অনিন্দ্যসুন্দর কারুকাজের মন্দিরসহ নয়নাভিরামের এক দেশ থাইল্যান্ড। যা বিশ্বজুড়ে পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে। ছবির মত এই দেশটি যেন নানান রকম নিসর্গ আর সমুদ্র আদরে ঘেরা। ব্যাংকক আধুনিক শহর হলেও অনেক রাজা এই শহরে রাজকীয় ধাঁচের অজস্র প্রাসাদোপম অট্টালিকা গড়েছেন।
Post a Comment